ইতিহাসের এ দিনে : ২৮ এপ্রিল

ইতিহাসের এ দিনে : ২৮ এপ্রিল

১৫২৬ সালের এ দিনে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।
১৫৫৫ সালের এ দিনে জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।
১৭০১ সালের এ দিনে ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।
১৭৭০ সালের এ দিনে ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।
১৭৮৯ সালের এ দিনে ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
১৯১৯ সালের এ দিনে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
১৯২০ সালের এ দিনে আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
১৯২০ সালের এ দিনে পো্ল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ সালের এ দিনে আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
১৯৫২ সালের এ দিনে জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ সালের এ দিনে মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।
১৯৬৯ সালের এ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।
১৯৯২ সালের এ দিনে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯২ সালের এ দিনে সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।
১৯৯২ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।
১৯৯৫ সালের এ দিনে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
২০০১ সালের এ দিনে ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।
২০০৪ সালের এ দিনে মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৬ঘ.)