ইতিহাসের এ দিনে : ৩ মে

ইতিহাসের এ দিনে : ৩ মে

আজ বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস
১৪৯৪ সালের এ দিনে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
১৫১৫ সালের এ দিনে পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বিপ দখল করে৷
১৭৬৫ সালের এ দিনে বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
১৭৬৫ সালের এ দিনে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
১৭৮৮ সালের এ দিনে লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
১৮৩৭ সালের এ দিনে গ্রীসে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ সালের এ দিনে মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।
১৯৩৯ সালের এ দিনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
১৯৬০ সালের এ দিনে আমস্ট্রাডামে অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয়।
১৯৬৮ সালের এ দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় ৷
১৯৭৬ সালের এ দিনে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷
১৯৭৯ সালের এ দিনে রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
২০০১ সালের এ দিনে যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।
২০০২ সালের এ দিনে পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।
(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৫৯ঘ.)