ইতিহাসের এ দিনে : ৫ মে

ইতিহাসের এ দিনে : ৫ মে

১২৬০ সালের এ দিনে কুবলাই খান মোঙ্গল সাম্রাজ্যের শাসক হন।
১৫৭০ সালের এ দিনে ডেনিশদের বিরুদ্ধে তুরস্ক যুদ্ধ ঘোষণা করে।
১৭৮৯ সালের এ দিনে ফরাসী বিপ্লব শুরু হয়।
১৭৯৯ সালের এ দিনে বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
১৯৩০ সালের এ দিনে ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে গ্রেফতার করে এবং বিনা বিচারে বন্দি করে।
১৯৩৬ সালের এ দিনে ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
১৯৪২ সালের এ দিনে ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
১৯৪৫ সালের এ দিনে চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
১৯৫৫ সালের এ দিনে জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
১৯৬১ সালের এ দিনে প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়র মহাকাশ যাত্রা শুরু করে।
২০০০ সালের এ দিনে ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১২ঘ.)