ইতিহাসের এ দিনে : ৬ মে

ইতিহাসের এ দিনে : ৬ মে

১৫৪২ সালের এ দিনে প্রথম খ্রীস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন
১৭৩৩ সালের এ দিনে প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।
১৭৫৭ সালের এ দিনে দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে।
১৭৬৩ সালের এ দিনে আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে বৃটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৭৫ সালের এ দিনে ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন।
১৮৩১ সালের এ দিনে ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন।
১৮৩৫ সালের এ দিনে জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।
১৮৪০ সালের এ দিনে ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।
১৮৫৭ সালের এ দিনে ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়।
১৮৮৯ সালের এ দিনে সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করা হয়।
১৯১০ সালের এ দিনে বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।
১৯১১ সালের এ দিনে পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়।
১৯৩৯ সালের এ দিনে জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত।
১৯৪০ সালের এ দিনে উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৪৫ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পন করে।
১৯৫৪ সালের এ দিনে রজার ব্যানিস্টারই প্রথম ৪মিনিটে এক মাই দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।
১৯৬৫ সালের এ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন।
১৯৭৫ সালের এ দিনে মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।
১৯৮৮ সালের এ দিনে গ্রায়েম হিক উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন।
১৯৯১ সালের এ দিনে পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।
১৯৯৪ সালের এ দিনে চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৪ সালের এ দিনে ব্রিটেনের রানী এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরাঁর ইউরোটানেল রেলপথ উদ্বোধন করেন।
১৯৯৭ সালের এ দিনে প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিস কে “রক & রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।
১৯৯৯ সালের এ দিনে সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন।
২০০১ সালের এ দিনে সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন।
২০০২ সালের এ দিনে দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচি মুক্তিলাভ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৪ঘ.)