ইতিহাসের এ দিনে : ১১ মে

ইতিহাসের এ দিনে : ১১ মে

০৩৩০ সালের এ দিনে কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।
০৯১২ সালের এ দিনে মহামতি আলেকজান্ডার বাইজেন্টাইন রাজ্যের সম্রাট হন।
১৭৪৫ সালের এ দিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।
১৮৫৭ সালের এ দিনে দিল্লিতে সিপাহি বিদ্রোহ হয়।
১৮৬৭ সালের এ দিনে লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।
১৯৩৫ সালের এ দিনে জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৪০ সালের এ দিনে জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।
১৯৪৯ সালের এ দিনে ইসরাইল জাতিসংঘে যোগ দেয়।
১৯৮৫ সালের এ দিনে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে কুরআনের জন্য ৮ জন কুরআন প্রেমী প্রাণ দেয়।
১৯৯৪ সালের এ দিনে ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।
১৯৯৭ সালের এ দিনে দাবা খেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু গ্যারি কাসপারভকে পরাজিত করে। এ প্রথম কোনো কম্পিউটার বিশ্বজয়ী কোনো দাবা খেলোয়াড়কে পরাজিত করে।
১৯৯৮ সালের এ দিনে ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।।
১৯১৬ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন কামিলো হোসে সেলা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ লেখক।
১৯১৬ সালের এ দিনে চিত্রশিল্পী নিরদ মজুমদার জন্ম গ্রহণ করেন।
১৯৮৪ সালের এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, তিনি স্প্যানিশ ফুটবলার।
১৯৮১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন বব মার্লে, তিনি ছিলেন জ্যামাইকান গায়ক, গীতিকার ও গিটার।
১৯৯৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন নামডি আযিকিওে, তিনি ছিলেন নাইজেরিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
২০০৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন আল্ফ ভ্যালেন্টাইন, তিনি ছিলেন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩৫ঘ.)