ইতিহাসের এ দিনে : ১৩ মে

ইতিহাসের এ দিনে : ১৩ মে

১৬৪৮ সালের এ দিনে মোগল সম্রাট শাহজাহান দিল্লীতে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন।
১৮০৪ সালের এ দিনে ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য।
১৮০৯ সালের এ দিনে অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ন ভিয়েনা দখল করেন।
১৮৩০ সালের এ দিনে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডর প্রতিষ্ঠা লাভ করে।
১৮৪৬ সালের এ দিনে মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।
১৮৬১ সালের এ দিনে পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন করা হয়।
১৯৬২ সালের এ দিনে ডা: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৬৭ সালের এ দিনে ড. জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
১৯৬৯ সালের এ দিনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত হয়।
১৯৯১ সালের এ দিনে নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৫ সালের এ দিনে ৩৩ বছর বয়সী একজন ব্রিটিশ মহিলা এলিসন যিনি অক্সিজেন ছাড়া এবং শেরপাদের কোনো সাহায্য না নিয়ে এভারেস্ট আরোহণ করেন।
১৯৯৬ সালের এ দিনে ঝড়বৃষ্টি সহ একটি টর্নেডো বাংলাদেশে প্রায় ৬০০ জন মানুষ মারা যায়।
১৯২২ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন বেয়া আর্থার, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়ক।
১৯৬৬ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন নিয়াজ মোরশেদ, তিনি একজন বাংলাদেশী দাবাড়ু।
১৯৪৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন সুকান্ত ভট্টাচার্য, তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন কবি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৩৩ঘ.)