ইতিহাসের এ দিনে : ১৫ মে

ইতিহাসের এ দিনে : ১৫ মে

১০০৪ সালের এ দিনে দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫৬৭ সালের এ দিনে স্কটল্যান্ডের রানি মেরি জেমস হেপবার্নকে বিয়ে করেন।
১৬১০ সালের এ দিনে ফরাসি পার্লামেন্ট ত্রয়োদশ লুইকে রাজা নিযুক্ত করে।
১৬২৫ সালের এ দিনে অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।
১৭৫৬ সালের এ দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে এবং এ দুই দেশের মধ্যে বিশ্ব জুড়ে সাত বছরের যুদ্ধ শুরু হয়।
১৭৭৬ সালের এ দিনে প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।
১৮১৮ সালের এ দিনে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
১৮৭৩ সালের এ দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি ঘটাতে ব্রিটিশ প্রস্তাব গৃহীত হয়।
১৮৭৮ সালের এ দিনে কলকাতায় সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৮৯৬ সালের এ দিনে টেক্সাসে টর্নেডোতে ৭৬ জনের প্রাণহানি ঘটে।
১৯১৯ সালের এ দিনে তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল পাশার বাহিনী গ্রীক দখল থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নগরী এজমিরকে মুক্ত করে।
১৯২২ সালের এ দিনে অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্য ভ্যানগার্ড অব ইন্ডিয়া ইনডিপেন্ডেন্স প্রকাশিত হয়।
১৯৩০ সালের এ দিনে এলেন চার্চ বিশ্বের প্রথম বিমানবালা হন।
১৯৪১ সালের এ দিনে ইংল্যান্ডে মিত্রবাহিনীর জেট চালিত বিমানের প্রথম সফল পরীক্ষা সম্পন্ন করা হয়।
১৯৪৮ সালের এ দিনে স্বাধীনতা ঘোষণার ঘন্টাখানেক পর ট্রান্স জর্দান, লেবানন, ইরাক ও সিরিয়া ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫১ সালের এ দিনে AT&T প্রথম কোম্পানী হিসেবে দশ লাখ শেয়ারহোল্ডার অর্জন করে।
১৯৬০ সালের এ দিনে কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।
১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার বাহিনী গঠিত হয়।
১৯৮৮ সালের এ দিনে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।
১৯৮৯ সালের এ দিনে দীর্ঘ ৩০ বছর পর চীন-সোভিয়েত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭১৪ঘ.)