ইতিহাসের এ দিনে : ২৪ মে

ইতিহাসের এ দিনে : ২৪ মে

১১৫৩ সালের এ দিনে চতুর্থ ম্যালকম স্কটল্যান্ডের রাজা হন।
১৬৬০ সালের এ দিনে ইংরেজ রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডস সফর করেন।
১৮২২ সালের এ দিনে ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।
১৮৩০ সালের এ দিনে ‘মেরি হ্যাড এ লিটল ল্যাম্ব’ প্রকাশিত হয়।
১৮৩২ সালের এ দিনে গ্রিসের রাজতন্ত্র ঘোষিত হয়।
১৮৪৪ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।
১৮৬২ সালের এ দিনে টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
১৮৭৫ সালের এ দিনে স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
১৯০২ সালের এ দিনে ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।
১৯১৬ সালের এ দিনে ব্রিটেনে তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করা হয়।
১৯৬১ সালে এ দিনে সাইপ্রাস ইউরোপের কাউন্সিলে যোগদান করে।
১৯৬৪ সালের এ দিনে রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
১৯৭২ সালের এ দিনে কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আগমন করেন এবং তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।
১৯৮৫ সালের এ দিনে বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৩ সালের এ দিনে ৪৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে আয়োজিত হয়।
১৯৯৩ সালের এ দিনে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৪ সালের এ দিনে মক্কায় পদদলিত হয়ে ২৭০ জন হাজি ইন্তেকাল করেন।
২০০০ সালের এ দিনে পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র ১৫ বছর বয়সী শেরপা টেম্পো তসেরির এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।
২০০০ সালের এ দিনে ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৫৫ঘ.)