ইতিহাসের এ দিনে : ৪ জুন

ইতিহাসের এ দিনে : ৪ জুন

০৮৬২ সালের এ দিনে আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাঈন ক্ষমতাসীন হন।
১৭৯৪ সালের এ দিনে ব্রিটিশ বাহিনী হাইতির পোর্ট ও প্রিন্স দখল করে নেয়।
১৮৩০ সালের এ দিনে ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
১৮৪৫ সালের এ দিনে মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়।
১৮৫৯ সালের এ দিনে মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রীয়রা পরাজিত হয়।
১৮৭৬ সালের এ দিনে তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
১৯২০ সালের এ দিনে প্রথম বিশ্বযুদ্ধশেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাংগেরির ত্রিয়ানোঁ চুক্তি (Traité de Trianon) স্বাক্ষরিত হয়।
১৯৪০ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী জার্মানীর সাথে যুদ্ধে ডানকার্ক থেকে সরে আসে।
১৯৪২ সালের এ দিনে প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
১৯৪৩ সালের এ দিনে আর্জেন্টিনায় এক সেনা অভ্যুত্থানে র‌্যামন কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
১৯৪৬ সালের এ দিনে জুয়ান ফেরোন আর্জেনটিনারপ্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৭ সালের এ দিনে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।
১৯৫৫ সালের এ দিনে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৭০ সালের এ দিনে পেরুতে ভূমিকম্পে অর্ধ লক্ষাধিক লোক নিহত হয়।
১৯৭০ সালের এ দিনে প্রশান্ত মহাসাগরীয় ১৬৯ টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
১৯৮৫ সালের এ দিনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান তেং সিয়াওফিং সামরিক কমিটির সম্প্রসারণ বিষয়ক সম্মেলনে ঘোষণা করেন যে চীনের গণমুক্তিফৌজ মোট ১০ লাখ সৈন্য কমানো হবে।
১৯৮৯ সালের এ দিনে চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আন মেন স্কোয়ারে প্রগতিপন্থী ছাত্র আন্দোলন ভেঙে দেয়ার জন্য সেনাবাহিনীর হামলায় আনুমানিক তিন হাজার প্রতিবাদী ছাত্রছাত্রী নিহত হয়।
১৯৮৯ সালের এ দিনে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলী খোমেইনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮০১ঘ.)