ইতিহাসের এ দিনে : ৭ জুন

ইতিহাসের এ দিনে : ৭ জুন

১০৯৯ সালের এ দিনে ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে।
১৪১৩ সালের এ দিনে নেপলসের রাজা ল্যাডিস্ল রোম দখল করেন।
১৫৪৬ সালের এ দিনে আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান ঘটে।
১৫৫৭ সালের এ দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৬৫৪ সালের এ দিনে ষোড়শ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৬৫ সালের এ দিনে উত্তর পারস্যে ভূমিকম্পে ৪০ হাজার লোক মৃত্যুবরণ করে।
১৮১০ সালের এ দিনে নবাব সৈয়দ জিনে উদ্দিন বাংলার মসনদে আরোহণ করেন।
১৮৭৯ সালের এ দিনে ল্যাটিন আমেরিকার তিনটি দেশ পেরু, চিলি ও বলিভিয়ার মধ্যে পাঁচ বছরের যুদ্ধ শুরু হয়।
১৯০৪ সালের এ দিনে সুইডেনের কাছ থেকে নরওয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৬ সালের এ দিনে ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত আহত হয়।
১৯৭১ সালের এ দিনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার কর্তৃক ৫শ’ ও ১শ’ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়।
১৯৭৩ সালের এ দিনে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে সন্তু লারমার নেতৃত্বে শান্তিবাহিনী গঠিত হয়।
১৯৭৫ সালের এ দিনে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
১৯৮০ সালের এ দিনে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গীবিমানগুলো ইরাকের রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ইরাকী পারমাণবিক স্থাপনায় এক আগ্রাসী অভিযান চালিয়ে তা ধ্বংস করে দেয়।
১৯৮৮ সালের এ দিনে বাংলাদেশের সংসদে সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হবার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।
১৯৮৯ সালের এ দিনে সুরিনামে বিমান দুর্ঘটনায় ১৬২ জন মৃত্যুবরণ করে।
১৯৯১ সালের এ দিনে পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ২শ’ যাত্রীর প্রাণহানি ঘটে।
১৯৯২ সালের এ দিনে আজারবাইজানে প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে এবুলতাজ এলসিব জয়লাভ করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪৬ঘ.)