ইতিহাসের এ দিনে : ১০ জুন

ইতিহাসের এ দিনে : ১০ জুন

১১৯০ সালের এ দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রোম সম্রাট ফ্রেডরিক বার্বারোসা আর্মেনিয়ার সালেক নদী পার হতে গিয়ে ডুবে মৃত্যুবরণ করেন।
১৬১০ সালের এ দিনে গ্যালিলিও শনি গ্রহের দ্বিতীয় চক্র আবিষ্কার করেছিলেন।
১৭৫২ সালের এ দিনে বেঞ্জামিন ফ্র্যাংকলিন ঘুড়ি উড়িয়ে বজ্র থেকে বিদ্যুৎ আহরণ করতে সক্ষম হয়েছিলেন।
১৭৯০ সালের এ দিনে ইংরেজ সেনাবাহিনী মালয় নামে পরিচিত বর্তমানকালের মালয়েশিয়ার উপর হামলা চালায়।
১৮২৭ সালের এ দিনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম নৌকা দৌড় প্রতিযোগিতা হয়।
১৮৮১ সালের এ দিনে রাশিয়ার বিখ্যাত লেখক কাউন্ট লিও তলস্তয় চাষীর ছদ্মবেশে একটি মঠের দিকে তীর্থযাত্রা শুরু করেন।
১৯০৫ সালের এ দিনে অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বঙ্গীয় কলা অনুষদ গঠিত হয়।
১৯২৪ সালের এ দিনে ইতালির কমিউনিস্ট নেতা জিয়াকমো মাত্তিয়োত্তিকে ফ্যাসিস্টরা অপহরণ করে ও পরে হত্যা করে।
১৯৪০ সালের এ দিনে ইংল্যান্ড-ফ্রান্সের বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৩ সালের এ দিনে তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক এর বিলুপ্তি ঘটে।
১৯৪৭ সালের এ দিনে স্যাব অটোমোবাইল তার প্রথম উৎপাদন শুরু করে।
১৯৬১ সালের এ দিনে কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৬৭ সালের এ দিনে ৬ দিন যুদ্ধের পর ইসরায়েল ও সিরিয়া গোলাগুলি থেকে বিরত থাকতে একমত হয়।
১৯৭০ সালের এ দিনে জর্ডানে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের সংঘর্ষে ১০০ জন নিহত হয়।
১৯৭২ সালের এ দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ ‘হর্ষবর্ধন’ সমুদ্র যাত্রা করে।
১৯৯১ সালের এ দিনে উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে ‘অপারেশন মরু ঝড়ে’ মার্কিন যুক্তরাষ্ট্র্র বিজয় লাভ করে।
১৯৯৪ সালের এ দিনে রুয়ান্ডার ক্যাথলিক গীর্জায় ১৭০ জনকে হত্যা করা হয়।
২০০১ সালের এ দিনে মিডিয়া সম্রাট সিলভিও বালুসকনি দ্বিতীয়বারের মতো ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৬৫৭ঘ.)