ইতিহাসের এ দিনে : ২৪ জুন

ইতিহাসের এ দিনে : ২৪ জুন

০২০৭ সালের এ দিনে রোমান্সরা গাইস ফ্লামিনিয়াস পরিচালনায় ওত পেতে থাকে এবং পরাজিত হয় হানিবাল কর্তৃক লেইক ত্রিসিমিনি যুদ্ধে।
০৬৫৬ সালের এ দিনে খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত হন।
১৭৬৩ সালের এ দিনে ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করা হয়।
১৭৯৩ সালের এ দিনে ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
১৮১২ সালের এ দিনে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
১৮৫৯ সালের এ দিনে সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
১৯১৮ সালের এ দিনে কানাডায় মনট্রিল থেকে টরন্টো প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়।
১৯৪৫ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
১৯৪৮ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
১৯৭৫ সালের এ দিনে মোজাম্বিক স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ সালের এ দিনে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ করা হয়।
১৯৭৮ সালের এ দিনে ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত হন।
১৯৮৮ সালের এ দিনে ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানী সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
১৯৯২ সালের এ দিনে ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত হয়।
১৯৯৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
২০০২ সালের এ দিনে তাঞ্জানিয়ায় আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে। এতে ২৮১ জন মারা যায়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৫০ঘ.)