ইতিহাসের এ দিনে : ১৯ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ১৯ ডিসেম্বর

আজ জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস।
আজ বাংলা ব্লগ দিবস
১১৫৪ সালের এ দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
১৬৭৫ সালের এ দিনে দিল্লীতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ করা হয়।
১৬৮৮ সালের এ দিনে রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
১৮৮৯ সালের এ দিনে হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ সালের এ দিনে কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
১৯৪১ সালের এ দিনে জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৪১ সালের এ দিনে সালে হিটলার জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ করে।
১৯৪২ সালের এ দিনে ফ্যাসিস্ট বিরোধী বাঙালি লেখক শিল্পী সাহিত্যকদের দু’দিন ব্যাপি প্রথম সম্মেলন শুরু হয়।
১৯৫৭ সালের এ দিনে সালে মস্কো-লন্ডন বিমান চলাচল শুরু।
১৯৮৪ সালের এ দিনে ভূপালে গ্যাস দুর্ঘটনায় আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৯ মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৮৯ সালের এ দিনে রুমানিয়ায় বিক্ষোভ দমনে সেনা অভিযানে দু’হাজার লোক নিহত হন।
১৯৮৯ সালের এ দিনে ব্রাজিলে ২৯ বছর পর ফার্নান্দো কোলের ডি মেলো প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৫ সালের এ দিনে ভারতের পুরুলিয়ায় বিমান থেকে ভারী অস্ত্র নিক্ষেপ করা হয়; এতে উপমহাদেশে চাঞ্চল্য সৃষ্টি।
১৯৯৬ খ্রিস্টাব্দের এ দিনে চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

(জাস্ট নিউজ/একে/১৮৫০ঘ.)