ইতিহাসের এ দিনে : ১৪ জুলাই

ইতিহাসের এ দিনে : ১৪ জুলাই

১২২৩ সালের এ দিনে অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৫৫৩ সালের এ দিনে সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন।
১৬৩৬ সালের এ দিনে সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন।
১৭৮৯ সালের এ দিনে বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৭৯৯ সালের এ দিনে সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন।
১৮৬১ সালের এ দিনে বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।
১৮৬৭ সালের এ দিনে আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন।
১৯১৭ সালের এ দিনে ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯১৮ সালের এ দিনে টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়।
১৯২৭ সালের এ দিনে হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়।
১৯৩০ সালের এ দিনে বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে।
১৯৪২ সালের এ দিনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৮ সালের এ দিনে ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে।
১৯৫৮ সালের এ দিনে জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ সালের এ দিনে এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পারাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে।
১৯৭৩ সালের এ দিনে জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয়।
১৯৮৪ সালের এ দিনে নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড লদীর নেতৃত্বে লেবার পার্টি জয় লাভ করে।
১৯৯৭ সালের এ দিনে কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৬৫৬ঘ.)