ইতিহাসের এ দিনে : ২৫ জুলাই

ইতিহাসের এ দিনে : ২৫ জুলাই

১৫৮১ সালের এ দিনে হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৯৯ সালের এ দিনে আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
১৮১৪ সালের এ দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৪৮ সালের এ দিনে অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।
১৮৯৪ সালের এ দিনে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ সালের এ দিনে মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
১৯৩৮ সালের এ দিনে ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।
১৯৫৭ সালের এ দিনে ন্যাশনাল আওয়ামী পার্টি [ন্যাপ] গঠিত হয়।
১৯৭৮ সালের এ দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রণ শিশুর জন্ম হয়।
১৯৪৬ সালের এ দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।
১৯৯৩ সালের এ দিনে দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৬ঘ.)