ইতিহাসের এ দিনে : ২৬ জুলাই

ইতিহাসের এ দিনে : ২৬ জুলাই

১৩০৯ সালের এ দিনে সপ্তম হেনরি রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
১৫২৪ সালের এ দিনে প্রথম জেমস স্কটল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে বসেন।
১৮০৫ সালের এ দিনে নেপলস্-এ ভয়াবহ ভূমিকম্পে ৬০০০ লোক মর্মান্তিক মৃত্যুবরণ করে।
১৮৩৫ সালের এ দিনে হাওয়াইয়ে প্রথম আখ চাষ শুরু হয়।
১৮৪৭ সালের এ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬ সালের এ দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ ও চালু হয়।
১৮৭৬ সালের এ দিনে রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
১৯০৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেসটিগেশন বা এফবিআই গঠন করা হয়েছিলো।
১৯৪৫ সালের এ দিনে রাষ্ট্রসংঘের চার্টারে পঞ্চাশটি দেশ স্বাক্ষর করে।
১৯৫০ সালের এ দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৩ সালের এ দিনে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু।
১৯৫৬ সালের এ দিনে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদুন নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
১৯৬৫ সালের এ দিনে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ সালে এ দিনে এপোলো ১১ অভিযানের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।
১৯৭৯ সালের এ দিনে তেহররানে প্রথম জুমআর গণ-জামায়াত হয়।
১৯৯০ সালের এ দিনে সোভিয়েত প্রজাতন্ত্র বাইলো রাশিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৯১ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
২০০৫ সালের এ দিনে ঢাকাসহ সারাদেশে অপরাধী দমনে র‌্যাব-এর ‘অপারেশন স্ট্র্যাটেজি’ শুরু।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭৪০ঘ.)