ইতিহাসের এ দিনে : ২৯ জুলাই

ইতিহাসের এ দিনে : ২৯ জুলাই

আজ বিশ্ব বাঘ দিবস।
১৫৬৭ সালের এ দিনে রাজা ষষ্ঠ জেমস স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৫৮৮ সালের এ দিনে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।
১৮৫১ সালের এ দিনে অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।
১৮৫৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।
১৮৭৭ সালের এ দিনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় সাহিত্য, দর্শন-বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা ভারতী প্রকাশিত হয়।
১৮৯১ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
১৮৯৯ সালের এ দিনে যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯০০ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন এয়ভিন্ড জনসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক।
১৯২১ সালের এ দিনে এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হোন।
১৯৫৭ সালের এ দিনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।
১৯৫৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।
২০০৫ সালের এ দিনে জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিস্কার করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৩২ঘ.)