ইতিহাসের এ দিনে, ২৪ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে, ২৪ ডিসেম্বর

১২৫৮ সালের এ দিনে হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা করা হয় সেই সাথে আব্বাসীয় রাজত্বের অবসান ঘটে।
১৮০১ সালের এ দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮৯৪ সালের এ দিনে কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯০০ সালের এ দিনে লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৫১ সালের এ দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইডিস সিংহাসনে সমাসীন হন।
১৯৫৩ সালের এ দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশিত হয়।
১৯৭৩ সালের এ দিনে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ করেন।
১৯৮৬ সালের এ দিনে সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৫ঘ.)