ইতিহাসের এ দিনে : ১৫ আগস্ট

ইতিহাসের এ দিনে : ১৫ আগস্ট

১২৮১ সালের এ দিনে জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।
১৮৫৪ সালের এ দিনে বাংলায় প্রথম রেলপথ স্থাপন হয়।
১৮৭২ সালের এ দিনে ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৭৫ সালের এ দিনে ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
১৮৮৯ সালের এ দিনে কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৯২২ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি ছিলেন একজন বাঙালি কথাশিল্পী।
১৯২৬ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য, তিনি বাংলা সাহিত্যের একজন কবি।
১৯৪১ সালের এ দিনে পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।
১৯৪৭ সালের এ দিনে ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।
১৯৪৭ সালের এ দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্ণর জেনারেলর হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৪৮ সালের এ দিনে কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে ।
১৯৬০ সালের এ দিনে আফ্রিকার দেশ কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ৷
১৯৬৫ সালের এ দিনে ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।
১৯৭৫ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়।
২০০৫ সালের এ দিনে ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেতে পিছু হটতে বাধ্য হয় ৷
২০০৬ সালের এ দিনে ক্রিকেটে বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
২০০৮ সালের এ দিনে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১৯ঘ.)