ইতিহাসের এ দিনে : ২৮ আগস্ট

ইতিহাসের এ দিনে : ২৮ আগস্ট

১১৮৯ সালের এ দিনে তৃতীয় ক্রুসেড শুরু হয়।
১৫১১ সালের এ দিনে পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১৬১৯ সালের এ দিনে দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৮৪৫ সালের এ দিনে সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮৫০ সালের এ দিনে হনুলু শহরের মর্যাদা পায়।
১৮৮৩ সালের এ দিনে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
১৯১৬ সালের এ দিনে জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৯ সালের এ দিনে জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
১৯৭১ সালের এ দিনে মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
১৯৮৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেছিলেন সিপারামাদু লাসিথ মালিঙ্গা, তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার।
১৯৯০ সালের এ দিনে ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
১৯৯৭ সালের এ দিনে ইসরাইল বেহেত্লহেম থেকে অবরোধ তুলে নেয়ায় যুক্তরাষ্ট্র অভিনন্দন জানায়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৮৩২ঘ.)