ইতিহাসের এ দিনে : ৩০ আগস্ট

ইতিহাসের এ দিনে : ৩০ আগস্ট

১৫৬৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন মোগল সম্রাট জাহাঙ্গীর।
১৫৭৪ সালের এ দিনে গুরু রাম দাস চতুর্থ শিখ গুরুর দায়িত্ব পান।
১৭২১ সালের এ দিনে লিস্টাভ-এর শান্তি চুক্তি সম্পাদিত।
১৭৯০ সালের এ দিনে জার্মানীর বিজ্ঞানী নিকালা কন্টে পেন্সিল আবিস্কার করেন।
১৮৩০ সালের এ দিনে বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন।
১৮৩৫ সালের এ দিনে অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শহর হিসেবে ঘোষণা করা হয়।
১৮৫০ সালের এ দিনে হনুলুলু শহরের মর্যাদা পায়।
১৮৬০ সালের এ দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।
১৯০৭ সালের এ দিনে রাশিয়া ও বৃটিশ উপনিবেশবাদী সরকার এক চুক্তির মাধ্যমে ইরানকে তিন অংশে বিভক্ত করে।
১৯১৪ সালের এ দিনে প্রথম জার্মান বিমান প্যারিসে বোমাবর্ষণ করে।
১৯৩৩ সালের এ দিনে এয়ার ফ্রান্স গঠিত হয়।
১৯৪১ সালের এ দিনে জার্মান বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে।
১৯৪৫ সালের এ দিনে হংকং বৃটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৬ সালের এ দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে।
১৯৫৭ সালের এ দিনে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে।
১৯৭১ সালের এ দিনে দিল্লীতে বাংলাদেশ মিশনের উদ্বোধন।
১৯৯১ সালের এ দিনে আযারবাইজান প্রজাতন্ত্র সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৭ সালের এ দিনে বসনিয়ায় মুসলিম ক্রোয়েট চুক্তি স্বাক্ষর।
১৯৯৯ সালের এ দিনে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯২০ঘ.)