ইতিহাসের এ দিনে : ২ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ২ সেপ্টেম্বর

১৬৪৯ সালের এ দিনে ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
১৬৬৬ সালের এ দিনে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকান্ড প্রায় তিন দিন যাবৎ চলে।
১৭৫২ সালের এ দিনে যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।
১৭৯২ সালের এ দিনে ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গনহত্যা নামে পরিচিত।
১৮০১ সালের এ দিনে ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।
১৮৭০ সালের এ দিনে ফ্রাঙ্কোসালের এ দিনে প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
১৯১৪ সালের এ দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।
১৯৩৯ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।
১৯৩৯ সালের এ দিনে ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।
১৯৪৫ সালের এ দিনে ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৪৫ সালের এ দিনে পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
১৯৪৯ সালের এ দিনে জাপানি আক্রমনে চীনের চানসালের এ দিনে কিঙসালের এ দিনে এ ১৭০০ জন নিহত হয়।
১৯৫৮ সালের এ দিনে চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিংসালের এ দিনে এ চালু হয়।
১৯৭০ সালের এ দিনে নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।
১৯৮১ সালের এ দিনে বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫ সালের এ দিনে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।
১৯৯১ সালের এ দিনে যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।
২০০৫ সালের এ দিনে চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন হয় ।
১৮৫৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেন ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড, তিনি ছিলেন নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৯৮৮ সালের এ দিনে জন্মগ্রহণ করেন ইশান্ত শর্মা, তিনি ভারতীয় ক্রিকেটার।
১৯৬৭ সালের এ দিনে মৃত্যুবরণ করেন ওস্তাদ আয়েত আলী খাঁ, তিনি ছিলেন উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৬৪৯ঘ.)