ইতিহাসের এ দিনে : ১৪ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ১৪ সেপ্টেম্বর

০৭৮৬ সালের এ দিনে আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
১৩৮৯ সালের এ দিনে ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন ।
১৮০৪ সালের এ দিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
১৮১২ সালের এ দিনে রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
১৮৬৭ সালের এ দিনে কার্ল মার্কস-এর মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।
১৯১৭ সালের এ দিনে রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।
১৯৪৯ সালের এ দিনে ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।
১৯৫৯ সালের এ দিনে প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৬০ সালের এ দিনে বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।
১৯৮৯ সালের এ দিনে এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৫ সালের এ দিনে কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।
২০০৩ সালের এ দিনে ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১০৩০ঘ.)