ইতিহাসের এ দিনে : ২৮ ডিসেম্বর

ইতিহাসের এ দিনে : ২৮ ডিসেম্বর

১৩০৮ সালের এ দিনে জাপান সম্রাট হানুজোনোর শাসন শুরু হয়।
১৮২৮ সালের এ দিনে জাপানের এবিগোতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৮৩৬ সালের এ দিনে স্পেন মেক্সিকোকে স্বীকৃতি দেয়।
১৮৩৬ সালের এ দিনে সাউথ অস্ট্রেলিয়া এবং এডিলেড প্রতিষ্ঠিত হয়।
১৮৫০ সালের এ দিনে রেঙ্গুনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৮৫ সালের এ দিনে বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
১৮৯৫ সালের এ দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম বাণিজ্যিকভাবে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো।
১৯০৪ সালের এ দিনে লন্ডনে প্রথম বেতারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
১৯০৮ সালের এ দিনে ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর পুরোপুরি ধ্বংস হয় এবং ৩৮ হাজারেরও বেশী লোক নিহত হয়।
১৯১০ সালের এ দিনে ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।
১৯২১ সালের এ দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এর উদ্বোধন করা হয়।
১৯২৫ সালের এ দিনে কানুপুরে সর্বভারতীয় কমিউনিস্টদের প্রথম সম্মেলন শুরু হয়।
১৯৭৩ সালের এ দিনে আলেকজান্ডার সোলঝেনিৎসিনের বিখ্যাত ৩ খন্ডের উপন্যাস গুলাগ আর্কিপিলেগোর প্রথম খন্ড প্যারিসে প্রকাশিত হয়েছিলো।
১৯৭৪ সালের এ দিনে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৮৪ সালের এ দিনে ত্রিশটি সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কা ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভেঙ্গে দেন।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২১ঘ.)