ইতিহাসের এ দিনে : ২৬ সেপ্টেম্বর

ইতিহাসের এ দিনে : ২৬ সেপ্টেম্বর

১৫৮০ সালের এ দিনে স্যার ফ্রান্সিস ড্রেক তাঁর সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে মাতৃভূমি ইংল্যান্ডে ফিরে আসেন।
১৭৭৭ সালের এ দিনে ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নিয়েছিল।
১৮৪১ সালের এ দিনে ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।
১৮৮৭ সালের এ দিনে এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র [গ্রামোফোন] পেটেন্ট করেন।
১৯০৭ সালের এ দিনে নিউজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৩২ সালের এ দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
১৯৫০ সালের এ দিনে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে।
১৯৫০ সালের এ দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯ সালের এ দিনে জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬০ সালের এ দিনে সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন রিচার্ড এম নিঙ্ন ও জন এফ কেনেডি।
১৯৬০ সালের এ দিনে ফিদেল কাস্ত্রো ইউএসআর-এর প্রতি কিউবার সমর্থন জানান।
১৯৬২ সালের এ দিনে উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয় ।
১৯৬৮ সালের এ দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
১৯৭৩ সালের এ দিনে কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৭২৪ঘ.)