অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন : লুই মার্সেল

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন : লুই মার্সেল

ঢাকা, ২০ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : কানাডিয়ান পার্লামেন্টে বাংলাদেশ ককাসের সাবেক প্রধান সমন্বয়কারী লুই মার্সেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারকে চাপ প্রয়োগের জন্য কানাডা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে লুই মার্সেল এই আহ্বান জানান।

লুই মার্সেল কানাডার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির অনুলিপি কানাডা বিএনপি নেতা ফয়সল আহমেদ চৌধুরীকেও পাঠিয়েছেন।

চিঠিতে লুই মার্সেল বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হলে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে বাদ দিয়ে কোন নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য ও অর্থবহ হবে না বলে চিঠিতে তিনি উল্লেখ্য করেন।

(জাস্ট নিউজ/জেআর/১০২০ঘ.)