অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নির্বাচন নিশ্চিত করতে হবে

খালেদা জিয়ার রায় পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

খালেদা জিয়ার রায় পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

জাতিসংঘ সদর দপ্তর থেকে মুশফিকুল ফজল আনসারী, ৮ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া আদালতের রায় পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। মাত্রই এ বিষয়টি আমাদের নজরে এসেছে। এ মুহূর্তে রায়ের বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না। তবে যোগাযোগ অব্যাহত আছে।’

বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত ‘নুন ব্রিফিং’-এ বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে এমন অভিমত ব্যক্ত করেন বিশ্ব সংস্থার এই মুখপাত্র।

ফারহান হক বলেন, জাতিসংঘ বাংলাদেশে অংশগ্রহণমূলক গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায়, যা আমরা বার বার বলে আসছি।

(জাস্ট নিউজ/একে/০০৪০ঘ.)