ডিজিটাল সার্ভিস দেবে হুয়াওয়ে

ডিজিটাল সার্ভিস দেবে হুয়াওয়ে

ঢাকা, ২২ অক্টোবর (জাস্ট নিউজ) : এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে ডিজিটাল হোম নিশ্চিত করতে তারবিহীন ব্রডব্যান্ড প্রযুক্তি নিয়ে কাজ করছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এই প্রযুক্তি একটি টেকসই শিল্প পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

১৬ অক্টোবর শ্রীলংকায় জিটিআই, ইনফর্মা ও হুয়াওয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এশিয়া-প্যাসিফিক ডব্লিউটিটিএক্স (ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস) সামিট।

ওই সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘ব্রিং অ্যাফরডেবল অ্যান্ড ফাস্ট ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড টু এভরি হাউজহোল্ড’।

সামিটে হুয়াওয়ে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আইসিটি রেগুলেটর, শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটর এবং বিভিন্ন শিল্প সংগঠন যৌথভাবে ‘ব্রিজ দ্য ডিজিটাল ড্রাইভ, অ্যাকসেলারেট ব্রডব্যান্ড টু হাউজহোল্ড’ শীর্ষক একটি ঘোষণা দেয়

(জাস্ট নিউজ/এমজে/৯৪৫ঘ.)