বাংলাদেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ আফ্রিদী

বাংলাদেশের শীর্ষ ইউটিউবার তৌহিদ আফ্রিদী

ঢাকা, ২৫ অক্টোবর (জাস্ট নিউজ) : বাংলাদেশের ইউটিউবারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন তৌহিদ আফ্রিদী। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত তার সাবস্ক্রাইবার সংখ্যা ১১ লাখ ১৪ হাজার পার হয়েছে।

২০১৫ সালে প্রথম একাউন্ড ওপেন করলেও মূলত ইউটিউব নিয়ে কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। তার নান্দনিক উপাস্থাপনা এবং গঠনমূলক কাজের জন্য মাত্র এক বছরের মধ্যেই ১ লাখ ভিউয়ার্স তাকে সাবস্ক্রাইব করে। দু বছরের মধ্যেই তার সাবস্ক্রাইব হয়ে যায় ১০ লাখ। আর এখন তিনি দেশের শীর্ষ স্থানে রয়েছেন।

এর আগে দীর্ঘ দিন থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছিলেন ইউটিউবার সালমান মোক্তাদির। তবে ক্রমাগত ও নিরলস চেষ্টার মাধ্যমে নিয়মিত প্রাঙ্ক ভিডিও, কমেডি নাটক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্বাক্ষাৎকার ধীরে ধীরে তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় তৌহিদ আফ্রিদীকে।

ইউটিউবার তৌহিদ আফ্রিদী বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং উপ ব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিনের একমাত্র ছেলে।

(জাস্ট নিউজ/এমআই/২১২৭ঘ.)