ওয়ান প্লাস সিক্স টি’র সকল ফিচার

ওয়ান প্লাস সিক্স টি’র সকল ফিচার

ঢাকা, ১ নভেম্বর (জাস্ট নিউজ) : বিশ্বজুড়ে সাড়া জাগানো হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সবগুলো ডিভাইসই বাজারে সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নতুন হ্যন্ডসেট সিক্স টি’ও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে ধারণা করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

সিক্স টি মডেলের হ্যান্ডসেটটির ডিসপ্লে অপটিক এএমওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। ৬ দশমিক ৪১ ইঞ্চির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৮৫ দশমিক ৬ শতাংশ। ১০৮০ x ২৩৪০ পিক্সেলের ডিসপ্লের রেশিও ১৯ দশমিক ৫ অনুপাত ৯।

অ্যান্ড্রোয়েড ৯ দশমিক শূন্য পাই অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেটটির চিপসেট কোয়ালকম এসডিএম৮৪৫। এর সিপিইউ অক্টাকোর এবং জিপিইউ অ্যাড্রেনো ৬৩০।

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমের হ্যান্ডসেটটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা। এর একটি ১৬ ও অপরটি ২০ মেগাপিক্সেলের। অন্যদিকে সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের।

নচ থাকা এই হ্যান্ডসেটটি দুইটি রঙে পাওয়া যাচ্ছে। ৩ হাজার ৭০০ এমএইচ ব্যাটারির ক্ষমতাসম্পন্ন এই হ্যান্ডসেটটির মূল্য ৫৮০ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ হাজার টাকা।

(জাস্ট নিউজ/এমজে/১২৪০ঘ.)