টুইটার ছেড়ে অনেকেই এখন সুইটারে!

টুইটার ছেড়ে অনেকেই এখন সুইটারে!

ঢাকা, ১ জুলাই (জাস্ট নিউজ) : আইনি ঝামেলা এড়াতে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ছেড়ে যৌনকর্মীরা এখন নতুন মাধ্যম ‘সুইটার’ এ যোগ দিচ্ছেন৷ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট সুইটার ডট অ্যাট-এ এক লাখের বেশি যৌনকর্মী যোগ দিয়েছেন৷ কেননা নতুন আইনটি অপ্রাপ্তবয়স্কদের যৌনব্যবসায় জড়িয়ে পড়া এবং পাচার প্রতিরোধের লক্ষ্যে তৈরি করা হয়েছে৷ খবর ডিডাব্লিউর।

নতুন আইনটি অপ্রাপ্তবয়স্কদের যৌনব্যবসায় জড়িয়ে পড়া এবং পাচার প্রতিরোধের লক্ষ্যে তৈরি করা হয়েছে৷ ফলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলা হয়েছে, এ ধরনের কিছু তাদের ওয়েবসাইট বা প্লাটফর্ম থাকলে তারাও দায়ী থাকবেন৷

অন্যদিকে যৌনকর্মীদের উন্নয়ন ও সুবিধায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থা অ্যাসেম্বলি ফোর৷ যৌনকর্মীদের এই সমিতিই টুইটারের বিকল্প ‘সুইটার’ এবং এর সহযোগী সাইট ‘ট্রাইস্ট’ চালু করেছে৷

‘সুইটার’ ডোমেইন অস্ট্রিয়ায় খোলার কারণ হচ্ছে- সেখানে যৌনকর্ম আইনগতভাবে বৈধ এবং যৌনকর্মীরা নিজেদের কাজ সম্পূর্ণ নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেই করতে পারেন৷

(জাস্ট নিউজ/এমআই/১৫৩৫ঘ.)