গুজব ছড়ানো ১০০ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে ডিএমপি

গুজব ছড়ানো ১০০ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে ডিএমপি

ঢাকা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : গুজব ছড়ানোর অভিযোগে ১০০টি সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগ প্রাথমিকভাবে ফেইসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমের এই অ্যাকাউন্টগুলো চিহ্নিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপকমিশনার নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ১ হাজার অ্যাকাউন্ট তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে ১শ’ অ্যাকাউন্ট থেকে প্রায়শই ফেসবুক লাইভসহ নানান গুজব ছড়ানো হয়। শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে যারা আন্দোলনটিকে ভিন্নখাতে পরিচালিত করতে চেয়েছে। আমরা আইপি অ্যাড্রেস সংগ্রহ করেছি যেগুলো দিয়ে এসব অ্যাকাউন্ট গুলো পরিচালিত হয়।

অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মাদ জাভেদ পাটোয়ারি সবাইকে সতর্ক থাকার কথা বলে জানিয়েছেন, ঈদ-উল-আজহাকে সামনে রেখে অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের গুজব ছড়াতে পারে। তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে।

(জাস্ট নিউজ/একে/২৩১৮ঘ.)