সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে নিহত ১৩

সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে নিহত ১৩

ঢাকা, ২ অক্টোবর (জাস্ট নিউজ) : আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা জানান, নিহতদের মধ্যে ৮ জন সেনা সদস্য। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

ক্যাপ্টেন ইয়াইয়া আরও জানান, খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য তাদের ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিল। পথে খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে গিয়ে পড়ে।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত শোচনীয় একটি ঘটনা। গাড়িটি কেন দুর্ঘটনায় পড়লো তা আমরা তদন্ত করে দেখছি’।

সিয়েরা লিওন সামরিক চিকিৎসা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টিফেন সিলভালি রাষ্ট্রীয় সংবাদামাধ্যম এসএলবিসি’কে বলেন, একটি যুদ্ধে নিহত সহযোগীকে কবর দিয়ে ওই সেনা সদস্যরা ফিরছিলেন। এমন সময় দুর্ঘটনাটি ঘটে। রাজধানীর পশ্চিমে স্পুর রোডে একটি পাহাড়ি ঢাল নামতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি উল্টে যাওয়ার আগে বেসামরিক নাগরিকদের চাপা দেয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৩৪০ঘ.)