যুক্তরাষ্ট্রে ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে ঘূর্ণিঝড় মাইকেল

যুক্তরাষ্ট্রে ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে ঘূর্ণিঝড় মাইকেল

ঢাকা, ১২ অক্টোবর (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় মাইকেল ‘অকল্পনীয় ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর রিক স্কট। মূলত ঘরবাড়ি, গাছপালা ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এতে প্রাণহানি ঘটেছে অন্তত ছয়জনের এবং উদ্ধারকর্মীদের বিশেষ অভিযানে ২৭ জনকে বিপদজনক অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।

অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোর হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎ সংযোগের খুঁটিগুলো রাস্তায় আছড়ে পড়েছে।

গত বুধবার আঘাত হানার সময় ঘূর্ণিঝড় মাইকেলের গতি ছিল প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি ক্রমে দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে জর্জিয়ার ওপর দিয়ে বয়ে এখন তা নর্থ ক্যারোলাইনার গ্রিনসবোরোর কাছে রয়েছে।

ঘূর্ণিঝড় মাইকেলের ক্ষতি মোকাবেলায় চারটি অঙ্গরাজ্য ফ্লোরিডা, অ্যালাবামা, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সূত্র: বিবিসি

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/০৯১৫ঘ.)