ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ফিলিস্তিনিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ফিলিস্তিনিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ঢাকা, ৪ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫ ফিলিস্তিনি ও এক ইসরাইলি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজায় হামাসের সামরিক আদালত।

এদের মধ্য ৫ ফিলিস্তিনিকে ফাঁসিতে ঝুলিয়ে এবং ইসরাইলের নারী গুপ্তচরকে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হয়েছে। এছাড়াও একই অভিযোগে আরো ৮ জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে গাজার ওই সামরিক আদালত। খবর দ্যা ইসরাইল টাইমসের।

গত ১১ নভেম্বর ইসরাইলের একটি গোয়েন্দা বাহিনীর একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে চলন্ত গাড়ি থেকে গুলি করে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার শেখ নূর বারাকাকে হত্যা করে।

ওই এ ঘটনাকে কেন্দ্র করে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গ্রুপ হামাস ২০১৪ সালের যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়িয়ে পড়ে।

হামাসের একটি গাইডেড মিজাইল ইসরাইলের একটি সেনাসদস্য ভর্তি গাড়ি গুড়িয়ে দিলে ৩ দিন পর ১৩ নভেম্বর দুইপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

(জাস্ট নিউজ/এমআই/১২৫৫ঘ.)