নিউ ক্যালেডোনিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

নিউ ক্যালেডোনিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ঢাকা, ৫ নভেম্বর (জাস্ট নিউজ) : নিউ ক্যালেডোনিয়াতে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিউ ক্যালেডোনিয়া দ্বীপের প্রায় ১ হাজার কিলোমিটার জুড়ে এই সতর্কতা জারি করা হয়। খবর আল জাজিরা’র।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, নিউ ক্যালেডোনিয়াতে কিছু সুনামির ঢেউ দেখা গেছে এবং এই বিপজ্জনক ঢেউগুলো উপকূলে আছড়ে পড়বে বলে।

সংস্থাটি আরো জানাচ্ছে এই সুনামির কারণে নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতুর উপকূলে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি বলছে নিউ ক্যালেডোনিয়ার সকল বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ নিউ ক্যালেডোনিয়া ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ফ্রান্সের এই রাজ্যটি রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৪০ঘ.)