ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৩

ঢাকা, ১০ জানুয়ারি (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সান্তা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কর্মকর্তারা বলছেন, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মনটেসিটোর উপকূলীয় এলাকায়। যেখানে কাদামাক্ত এবং বন্যার পানিতে তৃণভূমি এলাকা ভেসে গেছে। অথচ গত মাসে দাবানলে ওই্ এলাকায় হাজার হাজার একর জমি আগুন পুড়ে যায়।

বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়। যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছে। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

(জাস্ট নিউজ/জেআর/১০০৫ঘ.)