মহাকাশ থেকে ফিরল স্পেসএক্স ড্রাগন

মহাকাশ থেকে ফিরল স্পেসএক্স ড্রাগন

ঢাকা, ১৫ জানুয়ারি (জাস্ট নিউজ) : পরিকল্পনামতোই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরেছে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসিউল। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রায় এক মাস ছিল ক্যাপসিউলটি।

এর আগেও একবার সরবরাহ কাজে ব্যবহার করা হয়েছে এটি। এবার দ্বিতীয়বারের মতো মিশন সম্পন্ন করেছে মহাকাশ যান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির সরবরাহ যানটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে।

ভূপৃষ্ঠে নামার ছয় ঘণ্টা আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ড্রাগন। শনিবার সকালে মাটিতে নামার আগে সফলভাবে প্যারাসুট খুলেছে ক্যাপসিউলটির। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর পাঠানো হয় ড্রাগন ক্যাপসিউল। এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য ৪৮০০ পাউন্ড সরবরাহ পাঠানো হয়।

ফেরার সময়ও এতে কিছু জিনিস পাঠানো হয়েছে। এর মধ্যে মহাকাশে চালানো বিভিন্ন পরীক্ষার ফলাফল রয়েছে, যা ভূমিতে থাকা বিজ্ঞানীরা পরীক্ষা করবেন বলে জানানো হয়েছে। স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান প্রকল্পের এটি আরেকটি সাফল্য। প্রতিষ্ঠানের পুনর্ব্যবহারযোগ্য ফ্যালকন ৯ রকেট দিয়েই মহাকাশে পাঠানো হয়েছিল ড্রাগন ক্যাপসিউল।

(জাস্ট নিউজ/জেআর/১০৩০ঘ.)