ভারতের হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ থেকে ৪ প্রতিবাদী বিচারপতি বাদ

ভারতের হাইকোর্টের সাংবিধানিক বেঞ্চ থেকে ৪ প্রতিবাদী বিচারপতি বাদ

ঢাকা, ১৭ জানুয়ারি (জাস্ট নিউজ) : ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতিদের মধ্যে তৈরী হওয়া বিতর্কের অবসান ঘটাতে, প্রধান বিচারপতি দীপক মিশ্র চার প্রতিবাদী বিচারপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজে মিলিত হচ্ছেন। অথচ সেই মধ্যাহ্ন ভোজনের আগে সুপ্রিম কোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চ থেকে বাদ পড়লেন সেই চার প্রতিবাদী বিচারপতি জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, এম বি লোকুর ও কুরিয়ান জোসেফ। স্বাভাবিকভাবেই এখনই চলতি বিতর্কের অবসান ঘটবে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, ১৭ জানুয়ারির পর থেকে শীর্ষ আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবে নতুন করে তৈরি হওয়া পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। নতুন ডিভিশন বেঞ্চের সদস্য হয়েছেন, প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ কে সিক্রি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, ও বিচারপতি অশোক ভূষণ।

এছাড়া গত ১২ জানুয়ারি যে বিদ্রোহী বিচারপতিরা প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তাঁদের সঙ্গে সিআইজির একটি দেখা করার কথা হয়েছে। তবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আধার কার্ডের শুনানি হওয়ার কথা। এছাড়াও, বিবাহ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মামলারও শুনানি হওয়ার কথা রয়েছে এই সময়ে। সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার বা পার্সি মহিলাদের অন্য ধর্মের বিবাহ করলে পরিচয় বদলে যাওয়ার মতো বিষযগুলিও শুনানির জন্য যাবে এই বেঞ্চে। এছাড়া, লোয়া মৃত্যু তদন্তের বিষয়েও একটি মামলার শুনানির কথা রয়েছে আদালতে।

(জাস্ট নিউজ/জেআর/১৪৫০ঘ.)