আফগানিস্তানে সামরিক একাডেমিতে হামলা

আফগানিস্তানে সামরিক একাডেমিতে হামলা

কাবুল, ২৯ জানুয়ারি (জাস্ট নিউজ) :আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমির ভেতরে অবস্থিত মার্শাল ফাহিম সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওই মিলিটারি একাডেমির ভেতর থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যেতে থাকে। একাডেমিটি কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত।

তবে ইসলামিক স্টেট, না তালেবান—কারা এই হামলা চালাচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য আফগান মিলিটারি একাডেমি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এই মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ জন সামরিক ক্যাডেট নিহত হন।

বিবিসির এক ব্রেকিং নিউজে বলা হয়েছে, সকাল থেকেই ওই একাডেমির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। শনিবার একটি বিস্ফোরকভর্তি অ্যাম্বুলেন্স বিস্ফোরণে শতাধিক নিহত হওয়ার একদিন পরই এ হামলার ঘটনা ঘটছে।

এর আগে গত সপ্তাহেই কাবুলের একটি হোটেলে চালানো হামলায় ২২ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই বিদেশি। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

(জাস্ট নিউজ/ওটি/১০০৯ঘ.)