আফগানিস্তানে মিলিটারি একাডেমিতে হামলায় ১১ সৈন্য নিহত

আফগানিস্তানে মিলিটারি একাডেমিতে হামলায় ১১ সৈন্য নিহত

ঢাকা, ২৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মিলিটারি একাডেমিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ১১ জন সেনা সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছে।

সোমবার ভোররাতের দিকে হামলাটি হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আফগান কর্মকর্তারা বলছেন, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নে এই হামলা চালানো হয়, যেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিকভাবেই এই ব্যাটিলয়নই ছিল হামলাকারীদের লক্ষ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক ৫টার দিকে তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে কয়েকজন হামলাকারীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন সৈন্য নিহত ও ১৬ জন আহত হয়েছে।

তিনি বলেন, ভোরে আফগান সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো হয়। দুই আত্মঘাতী বোমা হামলাকারী নিজেদের উড়িয়ে দেয় এবং আরো দুইজন আমাদের বাহিনীর হাতে মারা পড়ে। আরেকজনকে জীবিত আটক করেছে সেনারা।

শনিবার স্থানীয় সময় দুপুরে বোমাভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে ভিড়ের মধ্যে তালেবানের আত্মঘাতী হামলায় অন্ততত ১০৩ জন নিহত ও ২৩৫ জন আহত হয়।

(জাস্ট নিউজ/ওটি/১৩৪১ঘ.)