মুর্শিদাবাদে নদীতে বাস, নিহত ৭

মুর্শিদাবাদে নদীতে বাস, নিহত ৭

ঢাকা, ২৯ জানুয়ারি (জাস্ট নিউজ) : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দৌলতাবাদে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত সাত জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, বাসটি ৫৫ জন যাত্রী নিয়ে করিমপুর থেকে মালদহ যাচ্ছিল। সকাল সাতটা ১০ মিনিট নাগাদ, দৌলতাবাদে বালিরঘাট সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়ে রেলিং ভেঙে সোনার রত্নাকর নদীতে পড়ে সম্পূর্ণ ডুবে যায় বাসটি।

এদিকে, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে সরকারি উদ্ধার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

পুলিশের দুটি গাড়িতে আগুনও লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জনতাকে ছত্রভঙ্গ করতে এসময় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১৩৯ঘ.)