দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে আটকা ৮৮৫ শ্রমিক

দক্ষিণ আফ্রিকায় স্বর্ণখনিতে আটকা ৮৮৫ শ্রমিক

প্রিটোরিয়া, ২ ফেব্রুয়ারি (জাস্ট নিউজঃ) : দক্ষিণ আফ্রিকার ওয়েলকম শহরের কাছে একটি স্বর্ণখনিতে প্রায় এক হাজার শ্রমিক আটকা পড়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে বৃহস্পতিবার বেয়াট্রিক্স স্বর্ণখনিতে ৯৫০ জন শ্রমিক আটকা পড়েন।

এ ব্যাপারে ওই খনি কম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান, বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। আটকা পড়া শ্রমিকদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো জানান, উদ্ধারকর্মীদের নিচে পাঠানো হয়েছে ও যত দ্রুত সম্ভব তাদের বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

(জাস্ট নিউজ/ওটি/১১০৪ঘ.)