সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

ঢাকা, ৬ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : সিরিয়ার দামেস্ক শহরের বাইরে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর নেতৃত্বে বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

গতকাল সোমবার সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক দফায় এ হামলা চালানো হয়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে সোমবার কয়েক দফা বিমান হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ২৩ বেসামরিক লোকজন নিহত হয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি আরো জানিয়েছে, কয়েক দফা বিমান হামলায় সিরিয়ায় আরও ৭০ জন আহত হয়েছে। সিরীয় বাহিনী ও তাদের সহযোগী রুশ বাহিনী এসব হামলা চালিয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বেইত সাওয়া শহরের একটি বাজারে বিমান হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। অপরদিকে, হাজ্জেহ শহরে বিমান হামলার ঘটনায় এক শিশুসহ ছয় বেসামরিক মানুষ নিহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রাচীন দামেস্ক শহরে সরকারি বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং আরও তিন বেসামরিক মানুষ আহত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সংঘাতের কারণে সিরিয়ায় প্রায় চার লাখ বাসিন্দার জরুরীভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রয়োজন।

(জাস্ট নিউজ/ডেস্ক/২০৩৩ঘ.)