ঘুষ নিয়েছেন নেতানিয়াহু, প্রমাণ পেল পুলিশ

ঘুষ নিয়েছেন নেতানিয়াহু, প্রমাণ পেল পুলিশ

জেরুসালেম, ১৪ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষগ্রহণের প্রমাণ পেয়েছে ইসরাইলের পুলিশ।

এ অবস্থায় তার বিরুদ্ধে ঘুষগ্রহণ, প্রতারণা ও শপথ ভঙ্গের অভিযোগে অভিযোগ দায়ের করতে সুপারিশ করা হয়েছে।

কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার ইসরাইলি পুলিশ এ সুপারিশ করেছে।

তবে তাকে বিচারের আওতায় আনা হবে কিনা, সেই সিদ্ধান্ত নির্ভর করছে অ্যাটর্নি জেনারেলের ওপর। তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কর্তৃত্ব রাখেন।-খবর আলজাজিরা।

তবে পুলিশের সুপারিশের পর নেতানিয়াহু অনেকটা অবজ্ঞার সুরে বলেন, তিনি ক্ষমতায় থাকছেন। পুলিশের ওই সুপারিশে কিছুই আসবে যাবে না।

নেতানিয়াহু বলেন, আমি এ পর্যন্ত যা কিছু করেছি, তা ইসরাইল রাষ্ট্রের কল্যাণের জন্যই করেছি। ভবিষ্যতেও আমি একই কাজ করে যাব।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলার তদন্ত চলছে। প্রথম মামলাটিতে এক ব্যবসায়ীকে রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে তিনি উপহার গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ইসরাইলের পুলিশ বলেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষগ্রহণ, প্রতারণা ও শপথ ভঙ্গের যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি ঘুষ হিসেবে দুই লাখ ৮০ হাজার ডলার মূল্যের শ্যামপেন, সিগারেট, স্বর্ণালঙ্কার ও পোশাক নিয়েছেন।

দ্বিতীয় মামলাটির অভিযোগে বলা হয়েছে, তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারে তিনি ইডিয়ট আক্সারোনট নামে একটি দৈনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি দৈনিকটিতে এমন ধরনের সংবাদ চেয়েছেন, যাতে তার বিরোধীরা দুর্বল হয়ে পড়ে।

(জাস্ট নিউজ/ওটি/১০২৮ঘ.)