গাজা সীমান্তে ক্ষতিকর রাসায়নিক ছিটিয়েছে ইসরাইল

গাজা সীমান্তে ক্ষতিকর রাসায়নিক ছিটিয়েছে ইসরাইল

ঢাকা, ৫ মার্চ (জাস্ট নিউজ) : ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরাইল ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা উদ্ভিদনাশক (হার্বিসাইড) ছিটিয়েছে বলে অভিযোগ করেছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। রোববার ক্ষতিকর এই পদার্থ ছিটানো হয়।

নাজির আল-ওয়াহেদি নামের ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলুকে বলেন, ইসরাইলের ছিটানো ওই উদ্ভিদনাশক ফসল ও কৃষি জমির জন্য ক্ষতিকর।

ফিলিস্তিনিদের জমিতে ওই ক্ষতিকর পদার্থ ছিটানোর কোনো অধিকার ইসরাইলের নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসরাইলের এনজিও গিশা-এর মতে, এই উদ্ভিদনাশক ছিটানোর উদ্দেশ্য হলো, ফিলিস্তিনি সীমান্তে অপ্রয়োজনীয় ঘাস না রাখা।

প্রসঙ্গত, প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। ফিলিস্তিনের যে কর্মক্ষম লোক রয়েছে কৃষকরা তার ১১ শতাংশ।

প্রায় ১০ লাখ লোক বাস করে গাজায়। আর ২০০৭ সাল থেকে এই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল।

(জাস্ট নিউজ/এমআই/১২১২ঘ.)