আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০, আহত ২২

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০, আহত ২২

ঢাকা, ১০ মার্চ (জাস্ট নিউজ) : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

ওয়াহিদ মাজরো নামে এক কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ১০ জন নিহতের তথ্য নিশ্চিত হতে পেরেছি। এছাড়া বিস্ফোরণে আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্র জানায়, কাবুলের পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সভায় এক সন্দেহভাজন জোরপূর্বক প্রবেশ করতে চাইলে তাকে তল্লাশি চৌকিতে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে আত্মঘাতী হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। 

হামলায় প্রাথমিক সাতজন নিহত ও ২২ জন আহতের খবর জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

(জাস্ট নিউজ/জেআর/১২০৫ঘ.)