৩ এপ্রিল মুসলমানদের ওপর হামলার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ

৩ এপ্রিল মুসলমানদের ওপর হামলার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ

ঢাকা, ১১ মার্চ (জাস্ট নিউজ) : আগামী ৩ এপ্রিল যুক্তরাজ্যে মুসলমানদের ওপর হামলার আহ্বান জানিয়ে ব্রিটিশ নাগরিকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে ৩ এপ্রিলকে ‘মুসলমানদের শাস্তির’ দিন হিসেবে উল্লেখ করা করা হয়েছে।

এদিকে, এ লিফলেট পাওয়ার পর বিষয়টির তদন্তে নেমেছে দেশটির পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট।

লন্ডনের ওয়েস্ট মিডল্যান্ডস এবং ইয়র্কশায়ারের কিছু ব্রিটিশ নাগরিক বলেছেন, তারা প্রিন্ট করা কিছু চিঠি পেয়েছেন। এই লিফলেটের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়েছে।

লিফলেটে ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা (মুসলমানরা) তোমাদেরকে আঘাত করেছে। তোমাদের প্রিয়জনকে কষ্ট দিয়েছে। তারা আপনাকে ব্যথা ও দুঃখ কষ্ট দিয়েছে। আপনি এ ব্যাপারে কী করেছেন?

লিফলেটে একজন মুসলমানের ওপর এসিড নিক্ষেপের জন্য ৫০ পয়েন্ট, মসজিদে বোমা হামলার জন্য ১০০০ পয়েন্ট ও মক্কায় পারমাণবিক হামলার জন্য ২ হাজার ৫০০ পয়েন্ট পুরষ্কার ঘোষণা করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

(জাস্ট নিউজ/এমআই/০৯২০ঘ.)