ভারতে গো-মাংস বিক্রেতা হত্যায় ১১ জনের যাবজ্জীবন

ভারতে গো-মাংস বিক্রেতা হত্যায় ১১ জনের যাবজ্জীবন

ঢাকা, ২২ মার্চ (জাস্ট নিউজ) : ভারতের ঝাড়খান্ডে গতবছর এক মুসলিম গরুর মাংস বিক্রেতাকে হত্যার অপরাধে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আলিমুদ্দিন আনসারি (৫৫) নামের ওই ব্যবসায়ীকে গরুর মাংস বহনের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়।

ভারতে গত কয়েক বছরে বহু মুসলিম গো-মাংস ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটার পরও এবারই প্রথম কোনো আদালত এ ধরনের অপরাধের সাজা দিল।

ভারতীয় হিন্দুদের কাছে পবিত্র প্রাণী গরু’ কে হত্যা করা ঝাড়খান্ডসহ অনেক রাজ্যেই অবৈধ। গরু হত্যা ঠেকাতে মুসলিমদের ওপর ‘গো-রক্ষকদের’ হামলার ঘটনা ভারতে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশী তদন্তে প্রায়ই অভিযুক্তরা খালাস পেয়ে যায়।

গো-মাংস বিক্রেতা আনসারি হত্যাকাণ্ডে জড়িত ১২ জন গ্রেপ্তার হয়েছে। তবে ১২তম অভিযুক্ত নাবালক হওয়ায় আদালত তার ক্ষেত্রে সাজা মওকুফ করেছে।

কৌসুঁলি সুশীল কুমার শুকলা ‘দ্য ইন্ডিয়ান এক্সপেস’ পত্রিকাকে বলেছেন, “আমরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলাম।”

তবে আদালতের ঘোষিত রায়ে আনসারির পরিবার সন্তুষ্ট বলে জানিয়েছেন ছেলে শাবহান আনসারি । কিন্তু রাষ্ট্র তাদের কোনো ক্ষতিপূরণ না দেওয়ায় হতাশ হয়েছেন বলে জানান শাবহান।

২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই ভারতে গো-রক্ষকদের দৌরাত্ম্য বেড়েছে।

তারা গো-হত্যার অভিযোগে মুসলিম ও দলিত সম্প্রদায়দের বহু মানুষের ওপর হামলা চালিয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২১১০ঘ.)