সৈকতে এসে ১৫০ তিমি আটকা, ৭৫ তিমির মৃত্যু

সৈকতে এসে ১৫০ তিমি আটকা, ৭৫ তিমির মৃত্যু

ঢাকা, ২৩ মার্চ (জাস্ট নিউজ) : অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে হেমেলিন উপসাগরের কাছাকাছি একটি সমুদ্র সৈকতে ১৫০টি তিমি আটকা পড়েছে। এর মধ্যে ৭৫টি তিমির প্রাণহানি হয়েছে।

শুক্রবার ভোরে এক জেলে তিমিগুলো শনাক্ত করেন। এগুলো ছোট প্রজাতির তিমি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিবিসি জানিয়েছে, আটকে পড়া তিমিগুলোর মধ্যে প্রায় অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ।

তিমিগুলো নিরাপদে সরিয়ে দিতে বেশ কয়েকজন উদ্ধারকারী সমুদ্রতীরে অবস্থান নেন বলে অস্ট্রেলিয়ান সম্প্রচার কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে দিয়ে ওই এলাকা থেকে সবাইকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন।

জীববৈচিত্র্য বিভাগের কর্মকর্তা জেরেমি চিক বলেন, ‘আমরা তিমিগুলো সাগরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে ঝড়ো হাওয়া এবং সম্ভবত আর্দ্র আবহাওয়ায় প্রাণীগুলোর জীবনীশক্তির ওপর প্রভাব ফেলবে।

তিমিগুলো ঠিক কী কারণে হঠাৎ সমুদ্রতীরে এসে জড়ো হয়েছিল, বিশেষজ্ঞরা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সৈকতে বড় আকৃতির প্রায় ৩২০টি তিমি সৈকতে এসে আটকা পড়েছিল।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩১৯ঘ.)